sofia 409e83 423

সোফিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন ভিডিও সহ…

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ বুধবার শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ড।

সকালে বিআইসিসির হল অব ফেমে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্মেলনের মূল আকর্ষণ বিশ্বের প্রথম রোবট নাগরিক সোফিয়া বাঙালি মেয়েদের ঢঙে জামদানি কাপড়ের তৈরি কামিজ পরা অবস্থায় অনুষ্ঠানে উপস্থিত হয়।

sofia 77d

রেডি ফর টুমরো বা আগামী দিনের জন্য প্রস্তুত স্লোগানে শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন করেছে রোবট সোফিয়া।

এর আগে, চার দিনব্যাপী তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ড-এ অংশ নিতে হংকং থেকে ছেড়ে আসা ড্রাগন এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার ভোরে ঢাকায় এসে পৌঁছায় বিশেষ অতিথি সোফিয়া।

সোফিয়াকে মঙ্গলবার বিকেল পর্যন্ত রাখা হয় গুলশানের একটি পাঁচতারা হোটেলে।

বিকেল ৪টার দিকে তাকে বিআইসিসির হল অব ফেমের পেছনের কক্ষে সাজানো-গোছানোর কাজ শুরু হয়।

হংকং থেকে সোফিয়ার সঙ্গে উড়ে আসা কারিগরি দল এ কাজে সহযোগিতা করে।

এ সময় তাকে বাঙালি মেয়েদের ঢঙে জামদানি কাপড়ের তৈরি কামিজ পরা অবস্থায় দেখা যায়।

উন্নত বুদ্ধিমত্তার অধিকারী রোবট সোফিয়া দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টেক টক উইথ সোফিয়া শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেয়।

এ সময় সে নির্বাচিত অতিথিদের প্রশ্নের উত্তর দেয়।

সোফিয়ার সঙ্গে উপস্থিত থাকবেন তার নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের প্রধান ডক্টর ডেভিড হ্যানসন।

এছাড়া তথ্য ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকও উপস্থিত থাকবেন।

সেই সময় শেখ হাসিনা কিছু কথাও বলেন সোফিয়ার সঙ্গে।

প্রধানমন্ত্রী ও সোফিয়ার কথপোকথন…

 
Leave a Reply